ভারতের ভৌগোলিক অবস্থান


পৃথিবীর মোট স্থলভাগের 2.21% ভারতের ভৌগোলিক সীমার অধীনে আছে বিশ্বের মোট জনসংখ্যার 17.5% ভারতবর্ষে বাস করে।

ভারতের ভৌগোলিক অবস্থান



অক্ষাংশ গত : ভারতের মূল ভূখণ্ড দক্ষিনে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ থেকে উত্তর এ 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত অর্থাৎ কন্যা কুমারিকা অন্তরীপ থেকে কাশ্মীরের উত্তর সীমা পর্যন্ত বিস্তৃত

 দ্রাঘিমাংশ গত : পশ্চিমে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 97 ডিগ্রী 25 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত ভারতীয় ভূখণ্ড অর্থাৎ গুজরাতের পশ্চিম সীমা থেকে পূর্বে অরুণাচল প্রদেশের পূর্ব সীমা পর্যন্ত বিস্তৃত

ভারতের অক্ষাংশ গত ও  দ্রাঘিমাংশ  গত অবস্থানের বিচারে এই দেশ উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত

Read More: Job Web Site BanglaCareer

ভারতের উত্তরতম স্থান কাশ্মীরের ইন্দিরা কল যা 35 ডিগ্রি 63 মিনিট উত্তর অক্ষাংশে অবস্থিত দক্ষিণ তম স্থল ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট যা 6 ডিগ্রী 75 মিনিট উত্তর অক্ষাংশে অবস্থিত ভারতের পশ্চিম তম স্থান গুহার মতি পূর্বতম স্থান অরুণাচল প্রদেশের কিবিথু

ভারতের প্রায় মধ্যভাগ এর উপর দিয়ে বয়ে গেছে কর্কটক্রান্তি রেখা যার মান 23 ডিগ্রী 30 মিনিট উত্তর অক্ষরেখা

যে যে অঙ্গ রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা  গেছে তা হল গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্রিশগড় ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও মিজোরাম

82 ডিগ্রী 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা কে স্থানীয় সময় হিসাবে ধরে ভারতের প্রমাণ সময় করা হয়েছে 82 ডিগ্রী 30 মিনিট পূর্ব দাগিমা রেখা বয়ে গেছে ভারতবর্ষের এলাহাবাদ সোনহাট এবং কখন ওদের মধ্যে দিয়ে এটি ভারতের প্রমাণ দ্রাঘিমা

ভারতের প্রমাণ সময় গ্রিনিজ মিন টাইম এর তুলনায় 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে

গুজরাটের পশ্চিম প্রান্ত অরুণাচল প্রদেশের পূর্ব সীমার মধ্যে সূর্যোদয়ের সময় পার্থক্য প্রায় 2 ঘন্টা

ভারতের বিস্তার ও আয়তন


উত্তর দক্ষিনে বিস্তৃতি 3214 কিমি বা প্রায় 1997 মাইল পূর্ব পশ্চিমে বিস্তৃতি 2933 কিমি বা  1822 মাইল

আয়তনের বিচারে পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ হল ভারত বর্ষ

 ভারতের আয়তন 3287263 বর্গ কিমি বা 33 লক্ষ বর্গ কিমি প্রায় পৃথিবীর মোট স্থলভাগের 2.2 1% এবং মোট আয়তনের 0.57% ভারতের ভৌগোলিক সীমার অধীনে আছে

Read More: Job Web Site BanglaCareer

উপকূল ও দ্বীপ সমূহ


১)ভারতের মূল ভূখণ্ডের তটরেখা 6100 কিমি ও দ্বীপপুঞ্জ সহ 7517 কিমি  দৈর্ঘ্য।

২) ভারতের ভূমি ভাগ সংলগ্ন সীমান্ত অঞ্চলের মোট দৈর্ঘ্য 15106.7 কিমি।

৩) ভারতে মোট 247 টি দ্বীপ আছে। যার মধ্যে 204 টির অবস্থান বঙ্গোপসাগরে ও 43 টি দ্বীপ মান্নার উপসাগর ও আরব সাগরে অবস্থিত।

৪)  বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আন্দামান তিন ভাগে বিভক্ত-
 ক) উত্তর
খ) মধ্য
খ) দক্ষিণ আন্দামান

৫) 19 টি দ্বীপ নিয়ে গঠিত নিকোবর দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ গ্রেট নিকোবর।

৬) আন্দামান দ্বীপপুঞ্জে ব্যারেন  ও নারকোন্ডাম নামে দুটি সুপ্ত আগ্নেয়গিরি আছে ।

৭) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল ।

৮) আরব সাগরে অবস্থিত ভারতীয় দ্বীপগুলির সবকটি প্রবাল দ্বীপ ।

৯) আপেক্ষিকভাবে উত্তরে অবস্থিত দ্বীপ সমষ্টি হল হল লাক্ষাদ্বীপ এবং দক্ষিণ ভাগে অবস্থিত দ্বীপ সমষ্টি হল মিনিকয় ।

Read More: Job Web Site BanglaCareer

রাজধানী 


ভারতের জাতীয় রাজধানী হল দিল্লি 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়

ভারতের 29 টি রাজ্য ও ও 6 টি কেন্দ্রশাসিত অঞ্চল ও একটি রাজধানী নিয়ন্ত্রিত অঞ্চল নিয়ে গঠিত ।

ভারতে আয়তনে সর্ববৃহৎ রাজ্যটি হল রাজস্থান ।

ভারতে ক্ষুদ্রতম রাজ্যটি হল গোয়া ।

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল গুলির মধ্যে আয়তনে বৃহত্তম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ।

 ক্ষুদ্রতম হল লাক্ষাদ্বীপ ।

Post a Comment

0 Comments