ICDS Answer key


ICDS GK ANSWER KEY

১। আলেকজান্দ্রিয়া যে নদীর তীরে অবস্থিত নীল নদ।

২। ডায়নামো,বিদ্যুৎ উৎপাদনের ভিত্তি- শক্তির স্থান পরিবর্তনকারী।

৩। সবচেয়ে কম দারিদ্র্যসীমার নিচের মানুষ রয়েছে ??। (গোয়া সঠিক)

৪। এশীয় দেশ নয় মালি।

৫। বাংলার দুঃখ নামে পরিচিত দামোদর।

৬। 1929 সালে কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতি জওহরলাল নেহেরু।

৭। তথ্যের অধিকার আইন চালু হয় 2005.

৮। ভারতের সর্বোচ্চ বাঁধ ??। (TEHRI DAM)

৯। নাসিক শহর যে নদীর তীরে গোদাবরী।

১০। জাতীয় যুব দিবস 12 জানুয়ারি।

১১। রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল দেখায় শুক্র।

১২। যোগানের দিক থেকে মূল্যস্তর বৃদ্ধি আটকাবার উপায় জনগণ পিডিএস চালু রেখে প্রয়োজনীয় ভোগ্য সামগ্রী সস্তায় বিতরনের দ্বারা।

১৩। ভারতের নতুন সর্বভারতীয় কৃত্যক তৈরি হয় রাজ্যসভার প্রস্তাব ক্রমে কেন্দ্রীয় আইনসভার দ্বারা।

১৪। বিশ্বের আকর্ষণ তত্ত্বের প্রবক্তা নিউটন।

১৫। সাঁচি স্তুপ অবস্থিত মধ্যপ্রদেশে।

১৬। ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ রেলওয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।

১৭। 2006 সালে ভারত ও চীনের মধ্যে হিমালয় পথটি হল নাথুলা।

১৮। ভারতছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো।

১৯। ঐতিহাসিক সার্বভৌম কথাটি প্রথম চালু করে আমেরিকা যুক্তরাষ্ট্র।

২০। 1933 সালে কংগ্রেস সমাজতন্ত্রী দল যে সম্মেলনে প্রতিষ্ঠিত হয় বিহারের পাটনায়।

২১। ভুল জোড়াটি হল - বীরাঙ্গনা কাব্য- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

২২। ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার অবস্থিত কলকাতায়।

২৩। ব্যাকটেরিয়ার আবিষ্কারক লিউওয়েন হক।

২৪। ভারতীয় সংবিধানের প্রথম খসড়া তৈরি করেছিলেন বি আর আম্বেদকর।

২৫। "রয়টার" সংবাদ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় লন্ডন।

২৬। এস এল ভি এর পূর্ণরূপ Satellite Launch Vehicle.
২৭। ভুল জোড়াটি হলো ভারত -কাবাডি।

২৮। লোকনায়ক বলে পরিচিত জয়প্রকাশ নারায়ণ।

২৯। ভারতে আসার সমুদ্র পথ প্রথম আবিষ্কার করেন ভাস্কো দা গামা।

৩০। আগ্রা দুর্গ তৈরী করেছিলেন আকবর।

৩১। একটি হ্রদের জল যদি অন্য তরল পদার্থের মত ব্যবহার করে তাহলে চরম ঠান্ডায় সেই জল বরফ হবে নীচ থেকে উপরে।

৩২। ভাস্কো দা গামা ছিলেন পোর্তুগিজ।

৩৩। পৃথিবীতে সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ ক্যাস্পিয়ান সাগর।

৩৪। "পোখরান 1" এর কোড হল লাফিং বুদ্ধ।

৩৫। ভারতের সংলগ্ণ প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা 7.

৩৬। রোগীর পাকস্থলীর ভেতরের অবস্থা বুঝবার জন্য এন্ডোস্কোপ- আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।

৩৭। বিশ্ববিদ্যালয় আইন তৈরি হয়েছিল লর্ড কার্জন।

৩৮। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে।

৩৯। লুভর মিউজিয়াম অবস্থিত প্যারিসে।



৪০। অলিম্পিক খেলা প্রথম চালু হয় 776 BC.

Post a Comment

0 Comments