পেডোক্যাল মৃত্তিকা :
- আক্ষরিক অর্থঃ Pedocal = Ped + Cal অর্থাৎ, মৃত্তিকা + ক্যালসিয়াম কার্বনেট
- সংজ্ঞাঃ বাষ্পীভবন অপেক্ষা বৃষ্টিপাত কম হলে (শুষ্ক জলবায়ুতে) কৈশিক প্রক্রিয়ায় মৃত্তিকার নীচ থেকে ওপরের দিকে ক্যালসিয়াম কার্বনেট ও লবণ উঠে আসে মাটির উপরিস্তরে সঞ্চিত হয় । এই প্রকার মৃত্তিকা পেডোক্যাল মৃত্তিকা (Pedocal Soil) নামে পরিচিত ।
- উদাহরণঃ চেষ্টনাট মৃত্তিকা ও চারনোজেম মৃত্তিকা পেডোক্যাল মৃত্তিকার প্রকৃষ্ট উদাহরণ ।
- অবস্থানঃ সাধারণত শুষ্ক জলবায়ুগত আঞ্চলিক অবস্থানে যেখানে বৃষ্টিপাত বাষ্পীয় প্রস্বেদনের তুলনায় কম সেখানে এই মৃত্তিকা লক্ষ্য করা যায় ( যেমন – পূর্ব প্রেইরি অঞ্চল) ।
- বৈশিষ্ট্যঃ পেডোক্যাল মৃত্তিকা(Pedocal Soil) – এর বৈশিষ্ট্যগুলি হলো –
- এটি ক্ষারকীয় মৃত্তিকা (pH মাত্রা ৭ এর বেশী) ।
- এতে ক্যালসিয়াম কার্বনেটের প্রাধান্য থাকে ।
- এটি শুষ্ক অঞ্চলের মৃত্তিকা ।
- এটি সাধারণত কৈশিক প্রক্রিয়ায় সৃষ্ট ।
- এই মৃত্তিকা কালচে ও ধূসর বর্ণের হয় ।
- এই মৃত্তিকায় লবণ, চুণ ও জৈব পদার্থ বেশী থাকে ।
পেডালফার মৃত্তিকা :
- আক্ষরিক অর্থঃ Pedalfer = Ped + Al + Fer অর্থাৎ, মৃত্তিকা + অ্যালুমিনিয়াম + লৌহ অক্সাইড
- সংজ্ঞাঃ বৃষ্টিপাত ও বাষ্পীভবনের অনুপাতের উপর নির্ভর করে যেখানে ধৌত প্রক্রিয়ায় মুক্ত ক্যালসিয়াম অপসারিত হয়ে কেবলমাত্র অ্যালুমিনিয়াম ও লৌহ অক্সাইড পড়ে থাকে, সেই মৃত্তিকাকে পেডালফার মৃত্তিকা (Pedalfer Soil) বলে ।
- উদাহরণঃ তুন্দ্রা মৃত্তিকা, পডসল মৃত্তিকা ও ল্যাটারাইট মৃত্তিকা পেডালফার মৃত্তিকার প্রকৃষ্ট উদাহরণ ।
- অবস্থানঃ সাধারণত আর্দ্র জলবায়ুগত আঞ্চলিক অবস্থানে যেখানে বৃষ্টিপাত মোটামুটি ৭৫০ মিমি বা তার বেশী সেখানে এই মৃত্তিকা লক্ষ্য করা যায় ( যেমন – পশ্চিম প্রেইরি অঞ্চল) ।
- বৈশিষ্ট্যঃ পেডালফার মৃত্তিকা (Pedalfer Soil) – এর বৈশিষ্ট্যগুলি হলো –
- এটি আম্লিক মৃত্তিকা (pH মাত্রা ৭ এর কম) ।
- এতে অ্যালুমিনিয়াম ও লৌহ অক্সাইডের প্রাধান্য থাকে ।
- এটি আর্দ্র অঞ্চলের মৃত্তিকা ।
- এটি সাধারণত অনুস্রাবণের প্রক্রিয়ায় সৃষ্ট ।
- এই মৃত্তিকা লালচে বর্ণের হয় ।
- এই মৃত্তিকায় লবণ, চুণ ও জৈব পদার্থের পরিবর্তে ধাতব অক্সাইড বেশী থাকে ।
- পার্থক্য লেখোঃ পেডোক্যাল মৃত্তিকা ( Pedocal Soil ) ও পেডালফার মৃত্তিকা ( Pedalfer Soil )
বিষয় | পেডোক্যাল মৃত্তিকা | পেডালফার মৃত্তিকা |
১.আক্ষরিক অর্থ | Pedocal = Ped + Cal অর্থাৎ, মৃত্তিকা + ক্যালসিয়াম কার্বনেট | Pedalfer = Ped + Al + Fer অর্থাৎ, মৃত্তিকা + অ্যালুমিনিয়াম + লৌহ অক্সাইড |
২.সংজ্ঞা | বাষ্পীভবন অপেক্ষা বৃষ্টিপাত কম হলে (শুষ্ক জলবায়ুতে) কৈশিক প্রক্রিয়ায় মৃত্তিকার নীচ থেকে ওপরের দিকে ক্যালসিয়াম কার্বনেট ও লবণ উঠে আসে মাটির উপরিস্তরে সঞ্চিত হয় । এই প্রকার মৃত্তিকা পেডোক্যাল মৃত্তিকা (Pedocal Soil) নামে পরিচিত । | বৃষ্টিপাত ও বাষ্পীভবনের অনুপাতের উপর নির্ভর করে যেখানে ধৌত প্রক্রিয়ায় মুক্ত ক্যালসিয়াম অপসারিত হয়ে কেবলমাত্র অ্যালুমিনিয়াম ও লৌহ অক্সাইড পড়ে থাকে, সেই মৃত্তিকাকে পেডালফার মৃত্তিকা (Pedalfer Soil) বলে । |
৩.অবস্থান | এটি শুষ্ক অঞ্চলের মৃত্তিকা । | এটি আর্দ্র অঞ্চলের মৃত্তিকা । |
৪.বর্ণ | এই মৃত্তিকা কালচে ও ধূসর বর্ণের হয় । | এই মৃত্তিকা লালচে বর্ণের হয় । |
৫.সৃষ্টির প্রক্রিয়া | এটি সাধারণত কৈশিক প্রক্রিয়ায় সৃষ্ট । | এটি সাধারণত অনুস্রাবণের প্রক্রিয়ায় সৃষ্ট । |
৬.রাসায়নিক ধর্ম | এটি ক্ষারকীয় মৃত্তিকা । | এটি আম্লিক মৃত্তিকা । |
৭.উপাদানের প্রাধান্য | এই মৃত্তিকায় লবণ, চুণ ও জৈব পদার্থ বেশী থাকে । | এই মৃত্তিকায় লবণ, চুণ ও জৈব পদার্থের পরিবর্তে ধাতব অক্সাইড বেশী থাকে । |
৮.pH মাত্রা | এই মৃত্তিকায় pH মাত্রা ৭ এর বেশী । | এই মৃত্তিকায় pH মাত্রা ৭ এর কম । |
৯.উদাহরণ | চেষ্টনাট মৃত্তিকা ও চারনোজেম মৃত্তিকা । | তুন্দ্রা মৃত্তিকা, পডসল মৃত্তিকা ও ল্যাটারাইট মৃত্তিকা । |
0 Comments