General Knowledge in Bengali – Quiz 4

Life Science

Life science gk for all competitive examinations like SSC, PSC, UPSC, RAIL etc.

(১) সালোকসংশ্লেষের জন্য ব্যবহৃত কাঁচা মাল কোনগুলি?

(ক) গ্লুকোজ ও কার্বন ডাই অক্সাইড

(খ) অক্সিজেন ও জল

(গ) কার্বন ডাই অক্সাইড ও জল

(ঘ) কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন ও জল

উত্তরঃ কার্বন ডাই অক্সাইড ও জল


(২) কোথায় উদ্ভিদের সালোকসংশ্লেষ ঘটে?

(ক) কেবল মাত্র পাতায়

(খ) কেবল মাত্র মূলে

(গ) কেবল মাত্র কান্ডে

(ঘ) ক্লোরোফিল যুক্ত সবুজ অংশে

উত্তরঃ ক্লোরোফিল যুক্ত সবুজ অংশে


(৩) সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণী হল ______

(ক) মানুষ

(খ) অ্যামিবা

(গ) ভলভক্স

(ঘ) ইউগ্লিনা

উত্তরঃ ইউগ্লিনা


(৪) সালোকসংশ্লেষ একটি _____ প্রক্রিয়া

(ক) ভৌত প্রক্রিয়া

(খ) রাসয়ানিক প্রক্রিয়া

(গ) আলোক-রাসয়ানিক প্রক্রিয়া

(ঘ) কোনটাই নয়

উত্তরঃ আলোকরাসয়ানিক প্রক্রিয়া


(৫) কেলভিন চক্র কোথায় ঘটে?

(ক) ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়

(খ) ক্লোরোপ্লাস্টের গ্রানায়

(গ) মূলে

(ঘ) কোনটাই নয়

উত্তরঃ ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়

Post a Comment

0 Comments