General Knowledge in Bengali – Quiz 5

Constitution

Indian Constitution is the largest written constitution in the world. Many features of Indian constitution have been taken from the constitutions of other countries. Aspirants, preparing for competitive exminations, should process a good knowledge in constitution. Here we have shared some important questions and answers from constitution in bengali language.

(১) মূল সংবিধানে কয়টি অধ্যায় ছিল?

(ক) ২০ টি

(খ) ২২ টি

(গ) ২৪ টি

(ঘ) ২৮ টি

উত্তরঃ ২২ টি


(২) দল বিরোধী আইন সংবিধানের কোন তফসিলের অন্তর্গত?

(ক) প্রথম

(খ) অষ্টম

(গ) নবম

(ঘ) দশম

উত্তরঃ দশম


(৩) স্বাধীনতার পর ভারতে কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল?

(ক) পশ্চিমবঙ্গ

(খ) রাজস্থান

(গ) পাঞ্জাব

(ঘ) হরিয়ানা

উত্তরঃ রাজস্থান


(৪) সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তবনায় সং যোজিত হয়েছে কত সালে?

(ক) ১৯৭৬ সাল

(খ) ১৯৭৮ সাল

(গ) ১৯৭৪ সাল

(ঘ) ১৯৬৫ সাল

উত্তরঃ ১৯৭৬ সাল


(৫) উপরাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন?

(ক) ২১ বছর

(খ) ৩০ বছর

(গ) ২৫ বছর

(ঘ) ৩৫ বছর

উত্তরঃ ৩৫ বছর


(৬) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে?

(ক) মহাত্মা গান্ধী

(খ) মাউন্ট ব্যাটেন

(গ) চক্রবতী রাজা গোপালাচারী

(ঘ) কেউই নয়

উত্তরঃ চক্রবতী রাজা গোপালাচারী


(৭) ভারতের সংবিধান সভা কবে গঠিত হয়েছিল?

(ক) মে ১৬, ১৯৪৬

(খ) ডিসেম্বর ১১, ১৯৪৬   

(গ) জুলাই ১৬, ১৯৪৭

(ঘ) আগস্ট ১৫, ১৯৪৭

উত্তরঃ মে ১৬, ১৯৪৬


(৮) ভারতের সংবিধান রচনার ধারণা কে সর্বপ্রথম দিয়েছিলেন?

(ক) ডঃ বি আর আম্বেদকর

(খ) এম এন রায়

(গ) গান্ধীজী

(ঘ) সুভাসচন্দ্র বসু

উত্তরঃ এম এন রায়


(৯) প্রথম যখন গণ পরিষদ গঠিত হয়েছিল কতজন সদস্য ছিল?

(ক) ৫৫২ জন

(খ) ৪৩২ জন

(গ) ৩৮৯ জন

(ঘ) ৯৩ জন

উত্তরঃ ৩৮৯ জন


(১০) ড্রাফটিং কমিটির চেয়ার ম্যান কে ছিলেন?

(ক) ডঃ বি আর আম্বেদকর

(খ) মহাত্মা গান্ধী

(গ) মাউন্ট ব্যাটেন

(ঘ) চক্রবতী রাজা গোপালাচারী

উত্তরঃ ডঃ বি আর আম্বেদকর


(১১) ভারতের সংবিধান প্রথমবার কত সালে সংশোধিত হয়?

(ক) ১৯৫০ সালে

(খ) ১৯৫১ সালে

(গ) ১৯৭৪ সালে

(ঘ) ১৯৭৬ সালে

উত্তরঃ ১৯৫১ সালে


(১২) ভারতের উপরাষ্ট্রপতি কাদের ভোটে নির্বাচিত হয়?

(ক) লোকসভা ও বিধানসভার সদস্যদের দ্বারা

(খ) লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা

(গ) রাজ্যসভার ও বিধানসভার সদস্যদের দ্বারা

(ঘ) শুধুমাত্র লোকসভার নির্বাচিত সদস্যদের দ্বারা

উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা


(১৩) ভারতের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত?

(ক) ১৮ বছর

(খ) ২১ বছর

(গ) ২৫ বছর

(ঘ) ৩৫ বছর

উত্তরঃ ২৫ বছর


(১৪) সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সংবিধান সংশোধন করা যায়?

(ক) ৫৪ নম্বর ধারা

(খ) ৩৬৮ নম্বর ধারা

(গ) ৪৭৬ নম্বর ধারা

(ঘ) ৯২ নম্বর ধারা

উত্তরঃ ৩৬৮ নম্বর ধারা


(১৫) ভারতের সংবিধানে ‘রিপাবলিক’ কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে?

(ক) ব্রিটেনের সংবিধান থেকে

(খ) ফ্রান্সের সংবিধান থেকে

(গ) আমেরিকার সংবিধান থেকে

(ঘ) কানাডার সংবিধান থেকে

উত্তরঃ ফ্রান্সের সংবিধান থেকে


(১৬) সংসদ ভবনের পূর্বনাম কি ছিল?

(ক) চেম্বার অফ প্রিন্সেস

(খ) হাউস অফ প্রিন্সেস

(গ) ক্লাব অফ প্রিন্সেস

(ঘ) কংগ্রেস

উত্তরঃ চেম্বার অফ প্রিন্সেস


(১৭) রাজস্থানের পর কোন রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল?

(ক) পশ্চিমবঙ্গ

(খ) তামিলনাড়ু

(গ) অন্ধ্রপ্রদেশ

(ঘ) কেরল

উত্তরঃ অন্ধ্রপ্রদেশ


(১৮) লোকসভার কোন সদস্য তার ইস্তফা কার কাছে জমা দেয়?

(ক) প্রধানমন্ত্রী

(খ) রাষ্ট্রপতি

(গ) স্পীকার

(ঘ) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

উত্তরঃ স্পীকার


(১৯) ভারতের সংবিধানে জনকল্যানমুখী রাষ্ট্রের ধারণাটি কোথায় আছে?

(ক) প্রস্তাবনা

(খ) নির্দেশমূলক নীতি

(গ) ফান্ডামেন্টাল ডিউটি

(ঘ) ২০ নম্বর ধারায়

উত্তরঃ নির্দেশমূলক নীতি


(২০) লোকসভায় কোন বিষয়ে সমান সমান ভোট হলে নির্ণায়ক ভোট কে দেন?

(ক) প্রধানমন্ত্রী

(খ) রাষ্ট্রপতি

(গ) অধ্যক্ষ

(ঘ) বিরোধী দলনেতা

উত্তরঃ অধ্যক্ষ

Post a Comment

0 Comments