General Knowledge in Bengali Science GK – Quiz 8

Science GK in Bengali language

(১) একটি কাঁচের ঘনককে গ্লিসারিনের মধ্যে রাখলে দেখা যায় না কেন?

(ক) কাঁচ গ্লিসারিনের মধ্যে ডুবে যায়

(খ) কাঁচ ও গ্লিসারিনের প্রতিসরাঙ্ক সমান

(গ) কাঁচের প্রতিসরাঙ্ক গ্লিসারিনের থেকে বেশি

(ঘ) কাঁচের প্রতিসরাঙ্ক গ্লিসারিনের থেকে কম

উত্তরঃ কাঁচ ও গ্লিসারিনের প্রতিসরাঙ্ক সমান


(২) নিম্নলিখিত গ্যাস গুলির মধ্যে কোনটি গ্রীন হাউস এফেক্টের জন্য প্রধান দায়ী?

(ক) নাইট্রোজেন

(খ) কার্বন ডাই অক্সাইড

(গ) ক্রিপ্টন

(ঘ) জেনন

উত্তরঃ কার্বন ডাই অক্সাইড


(৩) বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?

(ক) হাইগ্রমিটার

(খ) ব্যারোমিটার

(গ) থার্মোমিটার

(ঘ) এয়ার প্রেসার মিটার

উত্তরঃ ব্যারোমিটার


(৪) কিসের সাহায্যে এ সি কারেন্টকে ডি সি কারেন্টে রূপান্তরিত করা হয়?

(ক) ইনভারটার

(খ) টানজিসটার

(গ) রেক্টিফায়ার

(ঘ) অ্যাপ্লিফায়ার

উত্তরঃ রেক্টিফায়ার


(৫) নীচের কোনটিকে লাইম ওয়াটার বলা হয়?

(ক) ক্যালসিয়াম হাইড্রাক্সাইড

(খ) সোডিয়াম হাইড্রাক্সাইড

(গ) ক্যালসিয়াম কার্বনেট

(ঘ) সোডিয়াম কার্বনেট

উত্তরঃ ক্যালসিয়াম হাইড্রাক্সাইড

Post a Comment

0 Comments