বিনাশকারী তরঙ্গ ও গঠনকারী তরঙ্গ

 


  • বিনাশকারী তরঙ্গঃ সমুদ্রের যে তরঙ্গ দ্বারা উপকূলভাগের ক্ষয় বা বিনাশ হয়, তাকেই বিনাশকারী তরঙ্গ বলে । সাধারণত প্রচন্ড ঝড়-ঝঞ্ঝার সময় সমুদ্রতরঙ্গ প্রবলভাবে শক্তিশালী হয়ে বিশালাকার ধারণ করে উপকূলে আছড়ে পড়ে । এই জাতীয় তরঙ্গে সম্মুখতরঙ্গ অপেক্ষা অন্ত:তরঙ্গের শক্তি অধিক প্রবল হয় । ফলস্বরূপ এই তরঙ্গের দ্বারা উপকূল ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়জাত পদার্থসমূহকে সমুদ্রগর্ভে নিক্ষেপ করে । এই তরঙ্গকে বিনাশকারী তরঙ্গ বলে ।

  • গঠনকারী তরঙ্গ: সমুদ্রের যে তরঙ্গের দ্বারা উপকূলের গঠনকাজ সাধিত হয়, তাকে গঠনকারী তরঙ্গ বলে । সমুদ্র যখন শান্ত থাকে তখন তরঙ্গ কম শক্তিশালী হয় । এই ধরনের তরঙ্গে ব্যাকওয়াশ বা অন্তঃতরঙ্গের চেয়ে সোয়াশ বা সম্মুখ তরঙ্গের শক্তি প্রবল হয় ।  ফলে এই তরঙ্গের প্রভাবে উপকূলে ক্ষয়জাত পদার্থ জমা হওয়ার সুযোগ পায় । তাই শান্ত সমুদ্রের তরঙ্গকে গঠনকারী তরঙ্গ বলে ।

Post a Comment

0 Comments