Current Affairs / সম্প্রীতিক ঘটনা Daily Current Affairs Today



 প্রশ্নঃ "একেই কি বলে সভ্যতা" - কার লেখা? -

(ক) মানিক বন্দ্যোপাধ্যায়

(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(গ) মাইকেল মধুসূদন দত্ত

(ঘ) দীনবন্ধু মিত্র

উত্তরঃ (গ) মাইকেল মধুসূদন দত্ত


প্রশ্নঃ নীচের কোনটি এককহীন রাশি? -

(ক) আপেক্ষিক গুরুত্ব

(খ) আপেক্ষিক তাপ

(গ) উষ্ণতা

(ঘ) সময়

উত্তরঃ (ক) আপেক্ষিক গুরুত্ব


প্রশ্নঃ কফি বন্দর কাকে বলে? -

(ক) শিকাগো

(খ) নিউইয়র্ক

(গ) রিও ডি জিনেরো

(ঘ) টোকিও

উত্তরঃ (গ) রিও ডি জিনেরো


প্রশ্নঃ কোন বিদেশী প্রথম "ভারতরত্ন" পুরস্কার পেয়েছে? -

(ক) নেলসন ম্যান্ডেলা

(খ) খান আবদুল গফফর খান

(গ)মাদার টেরিজা

(ঘ) মহম্মদ আলী জিন্না

উত্তরঃ (খ) খান আবদুল গফফর খান


প্রশ্নঃ একটি বরফের টুকরোর উপর চাপ পড়লে তার গলনাঙ্কের কি পরিবর্তন হয়? -

(ক) বাড়ে

(খ) কমে

(গ) প্রথমে বাড়ে ও পরে কমে

(ঘ) একই থাকে

উত্তরঃ (ক) বাড়ে


প্রশ্নঃ মাউন্ট কুক কোন্‌ দেশে অবস্থিত? -

(ক) অস্ট্রেলিয়া

(খ) নিউজিল্যান্ড

(গ) পাপুয়া নিউগিনি

(ঘ) ফিজি

উত্তরঃ (খ) নিউজিল্যান্ড


প্রশ্নঃ দক্ষিণ মেরু আবিষ্কার করেন -

(ক) সৈয়দ কাশিম

(খ) রোনান্ডো অ্যামুন্ড সেন

(গ) এডমন্ড হিলারি

(ঘ) উপরের কেউই নয়

উত্তরঃ (খ) রোনান্ডো অ্যামুন্ড সেন


প্রশ্নঃ রনম্বোর জাতীয় উদ্যান ভারতের কোন্‌ রাজ্যে অবস্থিত -

(ক) কর্ণাটক

(খ) ছত্রিশগড়

(গ) উত্তর প্রদেশ

(ঘ) রাজস্থান

উত্তরঃ (ঘ) রাজস্থান


প্রশ্নঃ পাকিস্থানের পাঞ্জাব প্রদেশের রাজধানীর নাম কি? -

(ক) মূলতান

(খ) ফৈসলাবাদ

(গ) লাহোর

(ঘ) রাওয়ালপিন্ডী

উত্তরঃ (গ) লাহোর


প্রশ্নঃ অ্যাসিড দ্রবণে লিটমাসের রঙ কী? -

(ক) কমলা

(খ) নীল

(গ) বেগুনি

(ঘ) লাল

উত্তরঃ (ঘ) লাল


     বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।

Post a Comment

0 Comments