Current Affairs সম্প্রীতিক ঘটনা Daily Current Affairs Today


 

প্রশ্নঃ বিজয়স্তম্ভ কে প্রতিষ্ঠা করেন -

(ক) সিদ্ধা রাজা

(খ) শাহজাহান

(গ) আকবর

(ঘ) মহারানা কুম্ভ

উত্তরঃ (ঘ) মহারানা কুম্ভ


প্রশ্নঃ খারডুংলা পাস যুক্ত করেছে -

(ক) জম্মু ও কাশ্মীর

(খ) লাদাখ তিব্বত

(গ) তামিলনাড়ু কেরালা

(ঘ) সিকিম ও চীন

উত্তরঃ (ক) জম্মু ও কাশ্মীর


প্রশ্নঃ নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমান বন্দরটি কোথায় অবস্থিত? -

(ক) মুম্বাই

(খ) দিল্লী

(গ) চেন্নাই

(ঘ) কলকাতা

উত্তরঃ (ঘ) কলকাতা


প্রশ্নঃ আমেরিকার জাতীয় প্রতীক হল -

(ক) সমুদ্র সৈকত

(খ) অর্ধচন্দ্র

(গ) স্বর্ণদন্ড

(ঘ) ঈগল

উত্তরঃ (গ) স্বর্ণদন্ড


প্রশ্নঃ ফতেপুর সিক্রি কোথায় অবস্থিত? -

(ক) গুজরাট

(খ) রাজস্থান

(গ) মহারাষ্ট্র

(ঘ) উত্তর প্রদেশ

উত্তরঃ (ঘ) উত্তর প্রদেশ


প্রশ্নঃ দেবনাম প্রিয় কোন  সম্রাটের উপাধি -

(ক) আলাউদ্দিন খলজী

(খ) কনিষ্ক

(গ) আশোক

(ঘ) মহাপদ্মনন্দ

উত্তরঃ (গ) আশোক


প্রশ্নঃ নীচের নদীগুলির মধ্যে কোন্‌ নদীটি গোদাবরীর দীর্ঘতম উপনদী? -

(ক) তাওয়া

(খ) লুনী

(গ) মঞ্জিরা

(ঘ) ইচ্ছামতি

উত্তরঃ (গ) মঞ্জিরা


প্রশ্নঃ নীচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয় -

(ক) অপরাজিতা

(খ) ভিখারিনী

(গ) দেনা পাওনা

(ঘ) সোনারতরী

উত্তরঃ (ক) অপরাজিতা


প্রশ্নঃ রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে কি বলে? -

(ক) পলিমারাইজেশন

(খ) ভালকানাইজেশন

(গ) কনডেনসেশন

(ঘ) হাইড্রোজিনেশন

উত্তরঃ (খ) ভালকানাইজেশন


প্রশ্নঃ অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি? -

(ক) অ্যাসেটিক অ্যাসিড

(খ) স্যালিসাইলিক অ্যাসিড

(গ) অ্যালিফ্যাটিক অ্যাসিড

(ঘ) সাইট্রিক অ্যাসিড

উত্তরঃ (খ) স্যালিসাইলিক অ্যাসিড


     বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।

Post a Comment

0 Comments