Current Affairs সম্প্রীতিক ঘটনা Daily Current Affairs Today


 

প্রশ্নঃ সিঙ্গালিলা জাতীয় উদ্যান ভারতের কোন্‌ রাজ্যে অবস্থিত -

(ক) কর্ণাটক

(খ) ছত্রিশগড়

(গ) উত্তর প্রদেশ

(ঘ) পশ্চিমবঙ্গ

উত্তরঃ (ঘ) পশ্চিমবঙ্গ


প্রশ্নঃ ভারতের সর্বপ্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? -

(ক) কল্যান সুন্দরাম

(খ) সুকুমার সেন

(গ) আর কে ত্রিবেদী

(ঘ) টি এন সেশন

উত্তরঃ (খ) সুকুমার সেন


প্রশ্নঃ এশিয়া মহাদেশে কয়টি দেশ আছে -

(ক) ৪০টি

(খ) ৪৮টি

(গ) ৪৯টি

(ঘ) ৫২টি

উত্তরঃ (খ) ৪৮টি


প্রশ্নঃ কোন গাছ থেকে ডাটুরিন নামক উপক্ষার পাওয়া যায়? -

(ক) সর্পগন্ধা

(খ) ধুতুরা

(গ) পেঁপে

(ঘ) সিঙ্কোনা

উত্তরঃ (খ) ধুতুরা


প্রশ্নঃ মিলখা সিং কোনটির সাথে যুক্ত ছিলেন? -

(ক) হকি

(খ) দৌড়

(গ) বক্সিং

(ঘ) গলফ

উত্তরঃ (খ) দৌড়


প্রশ্নঃবিশ্বের প্রথম মহিলা মহাকাশচারীর নাম -

(ক) ইউরি গ্যাগারিন

(খ) নীল আমস্ট্রং

(গ) ভ্যালেন্তিনা তেরেসকোভা

(ঘ) জুনকো তাবেই

উত্তরঃ (গ) ভ্যালেন্তিনা তেরেসকোভা


প্রশ্নঃ "পলাশীর যুদ্ধ" - এর রচয়িতা কে? -

(ক) ঈশ্বর গুপ্ত

(খ) মধুসূদন দত্ত

(গ) নবীনচন্দ্র সেন

(ঘ) দ্বিজেন্দ্রলাল রায়

উত্তরঃ (গ) নবীনচন্দ্র সেন


প্রশ্নঃ শেরশাহের আসল নাম কি? -

(ক) ফরিদ খাঁ

(খ) নিজাম খাঁ

(গ) গাজী মালিক

(ঘ) উলুঘ খাঁ

উত্তরঃ (ক) ফরিদ খাঁ


প্রশ্নঃ পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কয়টি? -

(ক) ৩৬টি

(খ) ৩৯ টি

(গ) ৪০টি

(ঘ) ৪২টি

উত্তরঃ (ঘ) ৪২টি


প্রশ্নঃ DNA - এর সম্পূর্ণ নাম কি? -

(ক) ডাই অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড

(খ) ডি অক্সি পেন্টোজ নিউক্লিক অ্যাসিড

(গ) ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (গ) ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড


     বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।

Post a Comment

0 Comments