West Bengal Lakshmi Bhandar Prakalpa 16 August 2021
16 August 2021 থেকে রাজ্যজুড়ে লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন দুয়ারের সরকারের মধ্যে চলবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ব্লগে 16 তারিখ থেকে শুরু করে আবেদন করা যাবে ।
লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করার জন্য প্রত্যেকটি মহিলাকে দুয়ারে সরকারে যেতে হবে লক্ষীর ভান্ডার ফর্ম নিয়ে। Lakshmi Bhandar form pdf Download
করে সেই ফরমটি পরিপূর্ণভাবে ফিলাপ করে তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে জুড়ে দিয়ে লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য দুয়ারে সরকারে গিয়ে জমা দিতে হবে মহিলাদের । তারপর 1 সেপ্টেম্বর থেকে একাউন্টে সরাসরি টাকা দেওয়ার কাজ শুরু হবে আজকের এই প্রতিবেদনটির মধ্যে আমরা লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম ডাউনলোড করতে পারবেন যা লিংক শেষের দিকে রয়েছে সেই ফর্ম টি ডাউনলোড করে নিন।
Lakshmir Vander Prakalpa Benefits
Laxmi Bhandar Prakalpo Benefits. Benefits of Lakshmi Bhandar form.
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা গুলি হল :
SC/ST Women প্রতিমাসে Rs. 1,000 /-টাকা করে পাবেন।
OBC-A ,OBC-B ও General Women(মহিলারা) প্রতিমাসে Rs.500/- টাকা করে পাবেন।
Eligibility Criteria For Lakshmi Bhandar Application 2021
লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করার জন্য কিছু যোগ্যতার প্রয়োজন হবে, যেগুলি হল :
শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন যাদের বয়স 25 বছরের উপরে।
আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদনকারীর নিজস্ব ব্যাংক একাউন্ট লাগবে।
25 থেকে 60 বছর মধ্যে হতে হবে।
এই যোগ্যতা করে থাকলেই লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করা যাবে ।
কারা লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করতে পারবে না ?
কিছু কিছু মহিলা লোক কিভাবে প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না যেমন:
Income Tax দেয় এমন পরিবারের কোন মহিলা আবেদন করতে পারবে না।
2 হেক্টর এর অধিক জমি যে পরিমাণে রয়েছে তারা আবেদন করতে পারবে না।
যদি কোন মহিলা স্থায়ী কর্মচারী হয় তাহলে পারবে না।
Documents For Laxmir Bhandar Form 2021
আবেদন করার জন্য বিশেষ কিছু ডকুমেন্টস এর প্রয়োজন রয়েছে সেগুলি হল:
আঁধার কার্ড
রেশন কার্ড
2কপি ছবি
ব্যাংক এর পাস বই (আবেদনকারীর নিজের নামের)
স্বাস্থ্য সাথী কার্ড (না থাকলেও আবেদন করতে পারবেন, তবে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করবেন এবার )
6) অঞ্চল, পৌরসভা বা প্রধানের সার্টিফিকেট (রেসিডেন্ট /ইনকাম )
একটি সঠিক মোবাইল নম্বর।
0 Comments