পশ্চিমবঙ্গের খাদ্যদপ্তরে ডাটা এনট্রি অপারেটর (DEO) এবং কম্পিউটার অপারেটর পোষ্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হাওড়া জেলা পরিষদ এর অধীনে এই নিয়োগটি করা হবে। তবে রাজ্যের প্রতিটি জেলা থেকেই ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবে। এই পোষ্ট দুটিতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শুন্যপদ কয়টি রয়েছে, কীভাবে আবেদন করতে হবে- সবকিছু নিচে একে একে জানানো হল।
DEO Recruitment in WB Food Department
অর্ডার নম্বরঃ 3575-FS/O/Sectt/IT-05/2014(Part-I)
নোটিশ প্রকাশের তারিখঃ 08.10.2021
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
যেদুটি পোষ্টে নিয়োগ করা হবেঃ
(1) ডাটা এনট্রি অপারেটর (Data Entry Operator- DEO)
(2) কম্পিউটার অপারেটর (Computer Operator)
বেতনঃ
প্রতি মাসে 13,000 টাকা করে বেতন দেওয়া হবে।
শুন্যপদঃ
(1) ডাটা এনট্রি অপারেটর- 18 টি
(2) কম্পিউটার অপারেটর- 2 টি
শিক্ষাগত যোগ্যতাঃ
(1) ডাটা এনট্রি অপারেটর- স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। সেই সঙ্গে কম্পিউটারে ইংরেজি ভাষায় টাইপিং করতে পারতে হবে।
(2) কম্পিউটার অপারেটর- স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।
আবেদন প্রক্রিয়াঃ
হাওড়া জেলা পরিষদের অফিসিয়াল ওয়েবসাইট (www.howrahzilaparishad.in) থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আবেদনপত্রের হার্ড কপিটি প্রমাণস্বরূপ নিজের কাছে প্রিন্ট করে রেখে দিতে হবে।
আবেদনের সময়সীমাঃ 29.10.2021
0 Comments