ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI) এর তরফ থেকে নিয়োগের আরো একটি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হল। যাতে অষ্টম শ্রেণি পাশে আবেদন করতে পারবেন। ওয়াচম্যান পদে নিয়োগটি করা হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি হরিয়ানা রাজ্যের বিভিন্ন অফিসে এই ওয়াচম্যান পদে নিয়োগ করা হবে। কিন্তু সারা ভারত থেকে এতে আবেদন করা যাবে। তাই পশ্চিমবঙ্গ থেকেও আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।
FCI HARYANA Watchman Recruitment 2021
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ ওয়াচম্যান (Watchman)
বেতনঃ প্রতি মাসে 23,300-64,000 টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাশ করা থাকলেই আবেদন করা যাবে।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে ST, SC শ্রেনিরা ৫ বছরের এবং OBC শ্রেণির আবেদনকারীরা ৩ বছরের ছাড় পেয়ে যাবেন।
শুন্যপদঃ 380 (UR-168, SC-72, OBC-102, EWS-38)
কাজের স্থানঃ হরিয়ানা
আবেদন ফিঃ
250 টাকা। SC, ST, PWD(PH), Serving Defence Personnel, Ex-serviceman এবং মহিলা আবেদনকারীদের আবেদন ফি লাগবে না।
আবেদন প্রক্রিয়াঃ
অনলাইনের মাধ্যমে ‘ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার’ হরিয়ানার অফিসিয়াল ওয়েবসাইট (fciharyana-watch-ward.in) থেকে আবেদন করতে হবে। প্রথমে আবেদনকারীকে তার নাম ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল আইডি সহ ইত্যাদি তথ্য পূরন করে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ ইন করে আবার প্রয়োজনীয় তথ্য পূরন করে এবং সবশেষে আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ন করতে হবে।
> আপনার সুবিধার জন্য আবেদন করার ডাইরেক্ট লিংক নিচে দেওয়া থাকল, লাল কালারের লেখার উপর ক্লিক করে সরাসরি আবেদন করুন।
নিয়োগ প্রক্রিয়াঃ
লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। 120 নম্বরের MCQ টাইপের প্রশ্নের লিখিত পরীক্ষা নেওয়া হবে। যাতে সময়সীমা থাকবে 90 মিনিট বা দেড় ঘণ্টা। লিখিত পরীক্ষার বিষয়গুলি হল- General Knowledge, Current Affairs, Reasoning, English Language and Numerical Ability.
0 Comments