রূপশ্রী প্রকল্পে গ্রুপ-C পদে কর্মী নিয়োগ, ১৫ হাজার টাকা মাসিক বেতন

রূপশ্রী প্রকল্পের সেকশনে গ্রুপ-C পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেটির সম্পর্কে আজকে আমরা আপনাকে বিস্তারিত জানাবো। পশ্চিমবঙ্গের একটি জেলার সাব ডিভিশনে নিয়োগটি করা হবে। 

এইবার আমরা জানবো ঠিক কোন জেলায় কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শুন্যপদ কয়টি আছে, মাসিক বেতন কত দেওয়া হবে, শুন্যপদের সংখ্যা এবং আবেদন করার সম্পুর্ন প্রক্রিয়া সম্পর্কে। 

Rupashree Prakalpa Group C Recruitment 2022

নোটিশ মেমো নম্বরঃ  144/Rup/N24P

নোটিশ প্রকাশের তারিখঃ  23/12/2021 

যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ 

(1) অ্যাকাউন্ট্যান্ট (Accountant) 

(2) ডাটা এনট্রি অপারেটর (Data Entry Operator) 

পদ বিষয়ক তথ্যাদি (Post Details)

(1) পদের নাম- অ্যাকাউন্ট্যান্ট

বেতন- প্রতি মাসে ১৫ হাজার টাকা 

বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে। SC, ST এবং OBC সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। SC, ST শ্রেণিরা ৫ বছরের এবং OBC-রা ৩ বছরের। 

শিক্ষাগত যোগ্যতা- 

  • কমার্স বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে।
  • কম্পিউটারে কাজের জ্ঞান থাকতে হবে।
  • MS Office, MS Word, MS Excel, MS Power Point এর কাজ জানতে হবে।
  • স্প্রীড শিট, ট্যালি এবং প্রেজেন্টেশন প্যাকেজের কাজ জানতে হবে।
  • সেইসাথে বেসরকারি অথবা সরকারি কোনো প্রতিষ্ঠানে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 

শুন্যপদ- 3 টি 

(2) পদের নাম- ডাটা এনট্রি অপারেটর

বেতন- প্রতি মাসে ১১ হাজার টাকা 

বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে। SC, ST এবং OBC সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। SC, ST শ্রেণিরা ৫ বছরের এবং OBC-রা ৩ বছরের।

শিক্ষাগত যোগ্যতা- 

  • যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে।
  • কম্পিউটারে কাজের জ্ঞান থাকতে হবে।
  • MS Office, MS Word, MS Excel, MS Power Point এর কাজ জানতে হবে।
  • কম্পিউটারে প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। 
  • সেইসাথে বেসরকারি অথবা সরকারি কোনো প্রতিষ্ঠানে ১ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 

শুন্যপদ- 16 টি

বিশেষ যোগ্যতাঃ আবেদনকারীকে অবশ্যই উত্তর ২৪ পরগণা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 

নিয়োগের স্থানঃ

(1) অ্যাকাউন্ট্যান্ট- উত্তর ২৪ পরগণা জেলার সাব ডিভিশনে 

(2) ডাটা এনট্রি অপারেটর- উত্তর ২৪ পরগণা জেলার ব্লক অথবা সাব ডিভিশনে

আবেদন প্রক্রিয়াঃ

উত্তর ২৪ পরগণা জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন করার সময় আবেদনকারীকে তার বয়সের প্রমান, শিক্ষাগত যোগ্যতার প্রমান, বাসিন্দার প্রমান সহ দরকারি কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। 4 জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং 18 জানুয়ারি পর্যন্ত তা চলবে। 

আবেদন ফিঃ 

আবেদন করতে টাকা লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ

নোটিশ প্রকাশ :- 23.12.2021

আবেদন শুরু :- 04.01.2022

আবেদন শেষ:- 18.01.2022

Post a Comment

0 Comments