পশ্চিমবঙ্গের ভূগোল থেকে সেরা ১০০ টি প্রশ্ন ও উত্তর




পশ্চিমবঙ্গের ভূগোল থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যা পরীক্ষায় বারবার আসে। পুলিশের চাকরি পরীক্ষার জন্য এগুলি পড়তেই হবে। 

. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কী ?

উত্তরঃ সান্দাকফু 

. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতশ্রেণীর অন্তগত ?

উত্তরঃ সিঙ্গালিলা পর্বতশ্রেণি

. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে ?

উত্তরঃ পুরুলিয়া 

. হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত ?

উত্তরঃ তরাই   

. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?

উত্তরঃ গের্গাবুরু

. তিস্তার পূর্বাংশে অবস্থিত সমতল ভূভাগ কী নামে পরিচিত ?

উত্তরঃ ডুয়ার্স  

. তিস্তা নদীর পশ্চিমদিকে অবস্থিত সমতল ভূভাগ কী নামে পরিচিত ?

উত্তরঃ তরাই   

. শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত ?

উত্তরঃ বাঁকুড়া  

. বক্রা পাহাড়ের সর্বোচ্চ স্থান কোনটি ?

উত্তরঃ সাংচুলি   

১০. পশ্চিমবঙ্গের কোন জেলায় অধিক বালিয়াড়ি দেখা যায় ?

উত্তরঃ পূর্ব মেদিনীপুর 

১১. পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি ?

উত্তরঃ ফালুট  

১২. তিনবিঘা করিডর যোগ করেছে

উত্তরঃ ভারত বাংলাদেশ কে 

১৩. পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে কোন রাজ্যের ?

উত্তরঃ ঝাড়খণ্ড   

১৪. পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি ?

উত্তরঃ পশ্চিম বর্ধমান  

১৫. পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গকিমিতে(২০১১)- 

উত্তরঃ ১০২৯ জন

১৬. পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম প্রতিবেশী দেশ হল ?

উত্তরঃ নেপাল  

১৭. কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত ?

উত্তরঃ উত্তর দিনাজপুর 

১৮. জনঘনত্ব অনুযায়ী পশ্চিমবঙ্গ কোন স্থানাধিকারী ?

উত্তরঃ দ্বিতীয় 

১৯. পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক উন্নতমানের কয়লা হল

উত্তরঃ বিটুমিনাস 

২০. পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি ?

উত্তরঃ কয়লা   

২১. পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লাখনি কোনটি ?

উত্তরঃ রানিগঞ্জ 

২২. পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি ?

উত্তরঃ মেজিয়া 

২৩. ব্যান্ডেল কী উৎপাদনের জন্য বিখ্যাত ?

উত্তরঃ তাপবিদ্যুৎ  

২৪. পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি ?

উত্তরঃ সিদ্রাপং 

২৫. ম্যাসাঞ্জোর জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপর গড়ে তোলা হয়েছে ?

উত্তরঃ ময়ূরাক্ষী   

২৬. পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে কোন ধরনের বিদুৎশক্তি উৎপাদন করা হচ্ছে

উত্তরঃ জলবিদ্যুৎ 

২৭. পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কত সালে স্থাপিত হয়

উত্তরঃ ১৮৯৭

২৮. পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ করা যায় ?

উত্তরঃ ক্রান্তীয় মৌসুমি 

২৯. পশ্চিমবঙ্গে সর্বনিম্ন বৃষ্টিপাত হয়

উত্তরঃ পুরুলিয়া 

৩০. পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি ?

উত্তরঃ পুরুলিয়া 

৩১. পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান কোনটি ?

উত্তরঃ বক্সা-ডুয়ার্স 

৩২. শীতকালীন তুষারপাত পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায় ?

উত্তরঃ দার্জিলিং  

৩৩. কোন লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রকে "ভারতের রূঢ়" বলা হয়

উত্তরঃ দুর্গাপুর 

৩৪. পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে-  

উত্তরঃ লোকোমোটিভ কারখানা 

৩৫. পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হল

উত্তরঃ মুর্শিদাবাদ   

৩৬. অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে ?

উত্তরঃ হলদিয়া 

৩৭. পশ্চিমবঙ্গে অ্যালুমিনিয়াম কারখানা কোথায় অবস্থিত ?

উত্তরঃ আসানসোল   

৩৮. ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় ?

উত্তরঃ রিষড়া  

৩৯. পশ্চিমবঙ্গের কোথায় জাহাজ নির্মাণ কারখানা আছে ?

উত্তরঃ গার্ডেনরিচ  

৪০. ভারতের প্রথম কাগজকল কোথায় স্থাপিত হয় ?

উত্তরঃ শ্রীরামপুর 

৪১. পশ্চিমবঙ্গের একমাত্র খনিজ তেল শোধনাগার কোথায় অবস্থিত ?

উত্তরঃ হলদিয়া 

৪২. পশ্চিমবঙ্গের কোথায় সামরিক অস্ত্রশস্ত্র নির্মাণ কারখানা আছে

উত্তরঃ ইচ্ছাপুর, দমদম,কাশীপুর   

৪৩. দুর্গাপুর ইস্পাত কারখানাটি কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তরঃ দামোদর 

৪৪. পশ্চিমবঙ্গের প্রথম পাটকল কত সালে স্থাপিত হয় ?

উত্তরঃ ১৮৫৫

৪৫. পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের দীর্ঘতম নদী কোনটি ?

উত্তরঃ দামোদর  

৪৬. দামোদর নদীর উৎপত্তি কোথায় ?

উত্তরঃ ছোটনাগপুর মালভূমি 

৪৭. উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি

উত্তরঃ রায়ডাক 

৪৮. বারাকর কোন নদীর প্রধান উপনদী

উত্তরঃ দামোদর  

৪৯. উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয় ?

উত্তরঃ তিস্তা 

৫০. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি ?

উত্তরঃ দামোদর 

৫১. পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয় ?

উত্তরঃ দামোদর 

৫২. রুপনারায়ণ কোন দুটি নদীর মিলিত প্রবাহ ?

উত্তরঃ দ্বারকেশ্বর শিলাবতী 

৫৩. সুন্দরবনের আতঙ্কের নদী কাকে বলা হয় ?

উত্তরঃ মাতলা কে  

৫৪. কোন নদীকে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় ?

উত্তরঃ ভাগীরথী-হুগলি 

৫৫. কোন নদীর উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা দু-বার অতিক্রম করেছে

উত্তরঃ সুবর্ণরেখা 

৫৬. কানাডা বাঁধ কোন নদীতে অবস্থিত ?

উত্তরঃ ময়ূরাক্ষী  

৫৭. মুকুটমণিপুর জলধারা কোন জেলায় অবস্থিত ?

উত্তরঃ বাঁকুড়া 

৫৮. দামোদর উপত্যকা পরিকল্পনা কবে শুরু হয়েছিল

উত্তরঃ জুলাই ১৯৪৮

৫৯. পশ্চিমবঙ্গের কোন জেলায় শাল গাছ দেখা যায় ?

উত্তরঃ বাঁকুড়া   

৬০. সুন্দরবন ওয়ার্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয় ?

উত্তরঃ ১৯৮৭ সালে

৬১. শাল গাছ এক ধরনের

উত্তরঃ পর্ণমোচী উদ্ভিদ 

৬২. পশ্চিমবঙ্গের কোন জেলায় রডোডেনড্রন উদ্ভিদের প্রাধান্য রয়েছে

উত্তরঃ দার্জিলিং 

৬৩. ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যঞ্চল কোনটি

উত্তরঃ সুন্দরবন 

৬৪. সুন্দরবন কে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয় ?

উত্তরঃ ১৯৮৯ সালে 

৬৫. পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা কী প্রকৃতির ?  

উত্তরঃ লবণাক্ত কাদামাটি  

৬৬. পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সর্বাধিক

উত্তরঃ উত্তর ২৪ পরগণা 

৬৭. ২০১১ জনগণনা অনুযায়ী কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক

উত্তরঃ উত্তর দিনাজপুর 

৬৮. পশ্চিমবঙ্গের সর্বাধিক সাক্ষর জেলা কোনটি ?

উত্তরঃ পূর্ব মেদিনীপুর 

৬৯. পশ্চিমবঙ্গের সর্বাধিক জনঘনত্বপূর্ণ জেলা কোনটি

উত্তরঃ কলকাতা 

৭০. কলকতার পরে সর্বাধিক জনঘনত্বপূর্ণ জেলা কোনটি ?

উত্তরঃ হাওড়া 

৭১. পশ্চিমবঙ্গের সর্বাধিক লিঙ্গ অনুপাতযুক্ত জেলা কোনটি ?

উত্তরঃ দার্জিলিং 

৭২. পশ্চিমবঙ্গের গড় সাক্ষরতার হার কত

উত্তরঃ ৭৭.০৮

৭৩. পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে ?

উত্তরঃ পুরুলিয়া, বাঁকুড়া,পূর্ব পশ্চিম বর্ধমান, নদীয়া 

৭৪. পশ্চিমবঙ্গের অবস্থান

উত্তরঃ ৮৫°৫০' পূর্ব - ৮৯°৫০' পূর্ব 

৭৫. আয়তনে পশ্চিমবঙ্গ কোন দেশের সমান ?

উত্তরঃ হাঙ্গেরি 

৭৬. উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়

উত্তরঃ শিলিগুড়ি কে 

৭৭. পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কটি ?

উত্তরঃ টি [ বর্ধমান, মালদা, জলপাইগুড়ি, প্রেসিডেন্সি মেদিনীপুর

৭৮. পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা ?

উত্তরঃ ২৩ টি 

৭৯. কোন প্রতিবেশী দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সর্বাধিক

উত্তরঃ বাংলাদেশ 

৮০. কোন প্রতিবেশী দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সর্বনিম্ন ?

উত্তরঃ নেপাল

৮১. পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি ?

উত্তরঃ দক্ষিণ ২৪ পরগণা  

৮২. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি ?

উত্তরঃ কলকাতা 

৮৩. পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটি ?

উত্তরঃ ছাতিম 

৮৪. পশ্চিমবঙ্গের কোন জেলা "ছৌ" নৃত্যের জন্য প্রসিদ্ধ

উত্তরঃ পুরুলিয়া 

৮৫. পশ্চিমবঙ্গের কোন জেলা বঙ্গোপসাগর কে স্পর্শ করেছে ?

উত্তরঃ পূর্ব মেদিনীপুর 

৮৬. পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি

উত্তরঃ মাছরাঙা  

৮৭. পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি

উত্তরঃ শিউলি ফুল 

৮৮. পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি

উত্তরঃ মেছো বিড়াল  

৮৯. বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় ?

উত্তরঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 

৯০. কোন সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল

উত্তরঃ ১৯১১ 

৯১. পশ্চিমবঙ্গের কোথায় প্রথম টেলিগ্রাফ লাইন চালু হয়

উত্তরঃ কলকাতা - ডায়মন্ডহারবার  

৯২. পশ্চিমবঙ্গে কবে প্রথম পাতাল রেল চালু হয়

উত্তরঃ ১৯৮৪ সালে

৯৩. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন

উত্তরঃ প্রফুল্ল ঘোষ  

৯৪. পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভার স্পিকার কে ছিলেন

উত্তরঃ ঈশ্বরদাস জালান 

৯৫. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন ?

উত্তরঃ পদ্মজা নাইডু 

৯৬. ভারতের গ্লাসগো কোন জেলাকে বলা হয় ?

উত্তরঃ হাওড়া 

৯৭. বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় ?

উত্তরঃ নবদ্বীপ 

৯৮. বিভূতিভূষণ অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত

উত্তরঃ উত্তর ২৪ পরগণা 

৯৯. বাঁকুড়া জেলার সবচেয়ে উঁচু পাহাড় কোনটি ?

উত্তরঃ বিহারীনাথ 

১০০. পশ্চিমবঙ্গের "রামসার" তকমাপ্রাপ্ত জলভূমি হল

উত্তরঃ পূর্ব কলকাতার জলাভূমি (২০০২)

Post a Comment

0 Comments