Laxmi Bhandar Prakalpa Form PDF Download 2024 | লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফর্ম ২০২৪ । Lakshmir Bhandar form 2024

লক্ষ্মীর ভান্ডার ফর্ম ডাউনলোড ২০২৩। Official Form Download Lakshmir Bhandar Prakalpa 2024. Laxmir Vandar form Pdf. লক্ষ্মীর ভান্ডার ফর্ম ডাউনলোড করুন। Lokkhi Bhandar Form 2024.West Bengal Lakshmi Bhandar Scheme Form PDF. Lokhir vabder form download in bengali 2024. Laxmi Bhandar form. Laxmi Bhandar Prakalpa application form. laxmi bhandar form pdf bengali

Lakhir Bhandar Prokolpo Application Form. 

laxmi bhandar Prakalpa form pdf 2024 West Bengal 




Lakshmir Bhandar Orginal Form online download 2024 , আমাদের এখানে লক্ষ্মীর ভান্ডার আর ফর্ম ডাউনলোড লিংক রয়েছে । official Lakshmir Bhandar form Download link থেকে ডাউনলোড করে নিন ।


আমরা একটি মেইন লক্ষ্মীর ভান্ডার ফর্ম আপনাদের মাঝে তুলে ধরলাম, যাতে আপনার সুবিধা হয় Lakshmir Bhandar Application Form fillup করতে সুবিধা হয়।

উপরে ফর্ম টি দেওয়া রয়েছে ডাউনলোড করে দুয়ারে সরকারে জমা দিতে পারবেন। তাই আপনি এই ফর্মটি ডাউনলোড করে বের করে রাখুন এবং আবেদনকারীর সমস্ত সঠিক তথ্য দ্বারা ফর্মটি সঠিক ভাবে লিখে , নতুন দুয়ারে সরকার আপনার এলাকায় বসলে জমা করতে পারবেন ।


West Bengal Government 1st April 2024 দুয়ারে সরকার  ক্যাম্প শুরু হবে তা ঘোষণা করেছেন । 1st june 2024 থেকে গোটা রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প এর কর্মসূচী শুরু হবে । 


সেই ক্যাম্প এ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত কাজ হবে বলে জানানো হয়েছে গতকাল । Lakshmir Bhandar Prakalpa form 2024 pdf download link আপনাদের দেওয়া হলো । 


লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা দিয়েও হয় নাই এই প্রকল্প , তাদেরকে এবারে অবশই সঠিক ভাবে সমস্ত ডকুমেন্ট সমেত জমা করার জন্য বলা হচ্ছে । রাজ্য সরকার ও মুখমন্ত্রীর কড়া নির্দেশিকা হলো - এবারে যেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য সে সমস্ত মহিলারা আবেদন করবেন তাদের সমস্ত তথ্য যেন সঠিক ভাবে ডেটা এন্ট্রি করে রাখা হয় ।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফর্ম পিডিএফ ২০২৪

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মহিলাদের জন্য সবথেকে বড় প্রকল্প , এই প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গের প্রায় ১৩ কোটি [১.৬কোটি ] মহিলা মেয়েদের তাদের মাসিক ৫০০ টাকা সাধারণ , ওবিসি সম্প্রদায়দের জন্য এবং মাসিক ১,০০০ টাকা করে  এসসি \ এসটি সম্প্রদায়দের জন্য দেয়া হচ্ছে । 

lakshmir bhandar prokalpo form pdf 2024, অবশই পিডিএফ ফাইল ডাউনলোড করে নিবেন ।

West Bengal Lakshmi Bhandar Prakalpa Form 2024 : Laxmi Bhandar scheme application Form pdf 2024 in Bengali

15 Februry 2022 থেকে রাজ্যজুড়ে লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন দুয়ারের সরকারের মধ্যে চলবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ব্লগে 15 তারিখ থেকে শুরু করে আবেদন করা যাবে ।

লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করার জন্য প্রত্যেকটি মহিলাকে দুয়ারে সরকারে যেতে হবে লক্ষীর ভান্ডার ফর্ম জমা করার জন্য । Lakshmi Bhandar form Duare Sarkar Camp থেকে তুলতে হবে না । আপাদের এই ওয়েবসাইট অফিসিয়াল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম পিডিএফ লিংক দিয়ে রেখেছি অবশই তা সেভ করে নিন ।


ফরমটি পরিপূর্ণভাবে ফিলাপ করে তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে জুড়ে দিয়ে লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য দুয়ারে সরকারে গিয়ে জমা দিতে হবে মহিলাদের ।


তারপর কাজ হয়ে গেলে আপনার দেয়া মোবাইল নম্বর এ sms আসবে ।


Lokir Vander Prokalpo form 2024 download : লক্ষ্মীর ভান্ডার ফর্ম ২০২৪


Laxmi Bhandar Prakalpo Benefits. Benefits of Lakshmi Bhandar form.

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা গুলি হল :


  • SC/ST Women প্রতিমাসে Rs. 1,000 /-টাকা করে পাবেন।

  • OBC-A ,OBC-B ও General Women(মহিলারা) প্রতিমাসে Rs.500/- টাকা করে পাবেন।


Eligibility Criteria For Lakshmi Bhandar Application form 2024

লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করার জন্য কিছু যোগ্যতার প্রয়োজন হবে, যেগুলি হল :


  • শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন যাদের বয়স 25 বছরের উপরে।

  • আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

  • আবেদনকারীর নিজস্ব ব্যাংক একাউন্ট লাগবে।

  • 25 থেকে 60 বছর মধ্যে হতে হবে।



এই যোগ্যতা করে থাকলেই লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করা যাবে ।

Laxmi Bhandar Application Form download 2024 : Lakhir Bhandar Form PDF 2023



State  

West Bengal

Name of Scheme

Lakshmi Bhandar Prakalpa / Laxmir Bhandar form Pdf

Beneficiary

All 25+ years Women of West Bengal

Benefits

  • Monthly Rs. 1000 for SC/ST Category Women 

  • Monthly Rs. 500 for OBC/GEN Category Women 

Objective

To provide minimum income support for Women

Announced By

CM Mamata Banerjee

Application Date

1st June 2024

Official Website 

https://wb.gov.in/


কারা লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করতে পারবে না ?


কিছু কিছু মহিলা লোক কিভাবে প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না যেমন:

  1. Income Tax দেয় এমন পরিবারের কোন মহিলা আবেদন করতে পারবে না।

  2. 2 হেক্টর এর অধিক জমি যে পরিমাণে রয়েছে তারা আবেদন করতে পারবে না।

  3. যদি কোন মহিলা স্থায়ী কর্মচারী হয় তাহলে পারবে না।


Documents For Lakshnir Bhandar Application 2024


আবেদন করার জন্য বিশেষ কিছু ডকুমেন্টস এর প্রয়োজন রয়েছে সেগুলি হল: 

  • আঁধার কার্ড

  • রেশন কার্ড

  •  2কপি ছবি

  • ব্যাংক এর পাস বই (আবেদনকারীর নিজের নামের)


  • স্বাস্থ্য সাথী কার্ড (না থাকলেও আবেদন করতে পারবেন, তবে  স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করবেন এবার )


  • 6) অঞ্চল, পৌরসভা বা প্রধানের সার্টিফিকেট (রেসিডেন্ট /ইনকাম )

  •  একটি সঠিক মোবাইল নম্বর।


Lakshmi Bhandar Prakalpa form fill up Process 2024 : লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম কিভাবে লিখবেন ২০২৪


এই প্রকল্পের ফর্মটি কিভাবে লিখবেন তা বিস্তারিত বলা হয়েছে নিচে । তাহলে নির্ভুল ভাবেই আপনি নিজেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিলাপ করতে পারবেন । চলুন দেখে নেওয়া যাক কিভাবে lakshmir bhandar application form fill up করবেন ।

  1. প্রথমত লক্ষ্মীর ভান্ডার ফর্ম pdf download করে নিতে হবে [ যা আমাদের এই SarkariSuvidha.in Website এ দেওয়া রয়েছে ] 
  2. দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর বা  Duare Sarkar Registration no - ছকে কিছু লিখতে হবে না ।
  3. স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর [ Swasthyasathi Card no. ]* সঠিক ভাবে লিখবেন যেন কোনো ভুল না হয় । লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সবথেকে আসল হলো এই স্বাস্থ্যসাথী কার্ড। 
  4. তার নিচের ঘরে আঁধার নম্বর [Aadhaar No. ]* লিখতে হবে ।
  5. তার পর আবেদনকারীর নাম , মোবাইল নম্বর , জন্মের তারিখ লিখতে হবে ।
  6. লক্ষ্মীর ভান্ডার ফর্ম এ এর পরের ঘরে বাবার নাম , মায়ের নাম ও যদি বিবাহিত হয়ে থাকে তাহলে স্বামীর না লিখতে হবে ।
  7. তার পর জাতি কি আবেদনকারীর , পাশের ছকে ঠিক দিতে হবে [ যদি OBC\GENAREL হলে Others এ টিক করতে হবে ।
  8. Contact Details অর্থাৎ যোগাযোগের ঠিকানা লিখতে হবে - জেলা, থানা , ব্লক\মিউনিসিপালিটি \কার্পারেশন , গ্রাম বা শহর , বাড়ির নম্বর , ডাকঘর [post office name], পিন নম্বর  এই সমস্ত কিছু সঠিক ভাবে লিখতে হবে ।
  9. এবারে হলো Bank Accounts Details অর্থাৎ  আবেদনকারীর ব্যাঙ্ক একাউন্ট এর সমস্ত তথ্য নির্ভুল ভাবে লিখতে হবে। Bank Name - Bank Branch Name - Bank Acccount No- IFS Code.
  10. তারপর কিছু ডকুমেন্ট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মটির সংঘে জুড়ে দিতে হবে । সেগুলি হলো - ১] ফটো , ২] স্বাস্থ্যসাথী কার্ডের ফটো ক্সেরক্স , ৩] আঁধার কার্ড , ৪] SC\ST Certificate যাদের নেই তাদের লাগবে না, ৫] Bank Pass Book ; ইত্যাদি ।
  11. এর পর আবেদনকারীর স্বাক্ষর ও সংঘে বা দিকে তারিখ ,Date লিখে জমা করতে হবে ।


New Lakshmi Bhandar /Lakhir Bhandar / Laxmi Bhandar Prakalpa Form 👇

Post a Comment

0 Comments