WBPSC Food SI Practice Set – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৩৯, প্রস্তুতি নিতে শুরু করুন।

 WBPSC Food SI Practice Set – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।



ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৩৯ (WBPSC Food SI Practice Set 139)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 139

১) ‘Asian Airgun Championship’ এ ভারত কটি মেডেল পেল?

[A] ৯

[B] ২০

[C] ২৫

[D] ১৮

Answer – ২৫

২) ‘YONEX- SUNRISE India Open 2019’ পুরুষ সিঙ্গেল কে জিতল?

[A] শ্রীকান্ত কিদাম্বি

[B] অঙ্গ্প্রতমা

[C] লী ইয়াং

[D]Viktor Axelsen

Answer – Viktor Axelsen

৩) সুলতান আজলান শাহ কাপ ২০১৯ কে জিতল?

[A] ভারত

[B] মালয়েশিয়া

[C] কানাডা

[D] সাউথ কোরিয়া

Answer – সাউথ কোরিয়া

৪) নিম্নলিখিত টেনিস টুর্নামেন্টের মধ্যে কোনটি  ATP ওয়ার্ল্ড টিম কাপ দ্বারা ৩১ বছর পর প্রতিস্থাপিত হয়েছিল?

[A] Fed Cup

[B] Hopman Cup

[C] Laver Cup

[D] Davis Cup

Answer – Hopman Cup

৫) ভারতের জুনিয়র টেনিস প্লেয়ারদের প্রশিক্ষণে সার্বিয়ার টেনিস ফেডারেশনের সাথে কোন সংস্থা যুক্ত হলো?

[A] all India Football Federation

[B]all India Tennis association

[C] International tennis Federation

[D] Indian Olympic Association

Answer – Indian Olympic Association

WBPSC Food SI Practice Set 139

৬) মালয়েশিয়া সিরিজ জিতল কোন হকি টিম?

[A] স্পেন

[B] জার্মানি

[C] মালয়েশিয়া

[D] ভারত

Answer – ভারত

৭) ICC ও UNICEF  দ্বারা পরিচালিত ‘one day for children at men’s cricket world cup 2019 champaign’ টির নাম?

[A] one day 4 match

[B] one day 4 cricket

[C] one day 4 children

[D] one day 4 player

Answer – one day 4 children

৮) হিরো সুপার কাপ 2019 জিতল কোন দল?

[A] চেন্নায়ন এফসি

[B] এফ সি গোয়া

[C] জামশেদপুর এফসি

[D] বেঙ্গালুরু এফসি

Answer – এফ সি গোয়া

৯) জার্মানিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল শুটিং কম্পিটিশনে ভারতের এসআর সিং এবং অকুল কুমার কি মেডেল পেল?

[A] ব্রোঞ্জ

[B] রুপা

[C] সোনা

[D] কোনোটিই নয়

Answer – রুপা

১০) Feliks Stamm International Boxing এ ভারত কয়টি পদক পেল?

[A] ৭

[B] ৬

[C] ৮

[D] ৫

Answer – ৬

১১) নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে-

[A] অবতল লেন্স দ্বারা

[B] উত্তল লেন্স দ্বারা

[C] অভিসারী লেন্স দ্বারা

[D] উপরের কোনোটিই নয়

Answer – অবতল লেন্স দ্বারা

১২) লাল +সবুজ+নীল= ? 

[A] কালো

[B] সাদা

[C] নীল

[D] মেরুন

Answer – সাদা 

১৩) মানুষের দুধ- দাঁতের সংখ্যা-

[A] 29

[B] 28

[C] 12

[D] 20

Answer – 20 

১৪) 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমান অক্সিজেন বহন করতে পারে ? 

[A] 10 ml

[B] 40ml

[C] 30 ml

[D] 20 ml

Answer – 20 ml

WBPSC Food SI Practice Set 139

১৫) নিচের কোনটি তিমির প্রধান শ্বাস অঙ্গ হিসেবে কাজ করে ? 

[A] ফুলকা

[B] বহিরাবরণ

[C] শ্বাসনালী

[D] ব্লোহোল

Answer – ব্লোহোল

Post a Comment

0 Comments