আবেদন করতে কী কী শর্ত থাকতে হবে :
1. প্রার্থীকে অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে
2. প্রার্থীর বয়স অবশ্যই 18 বছর বা তার বেশি হতে হবে।
3. শিক্ষাগত যোগ্যতা নিদিষ্ট নেই, তবে কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ বা তার বেশি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন ।
4. এছাড়াও প্রার্থীকে অবশ্যই বেকার হতে হবে।
যুবশ্রী প্রকল্পে আবেদন করার নিয়ম : সাধারণত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে অবশ্যই প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে –
1. প্রথমে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট (Employment Bank) ভিজিট করে আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে
2. এরপর ‘New Enrolment job seeker’ অপশন ক্লিক করে ‘Accept and Continue’ করতে হবে।
3. এরপর আবেদন পত্রে দেওয়া খালি তথ্য পূরণ করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।
4. আবেদন চলাকালীন নির্দেশমতো প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ স্ক্যান করে আপলোড করতে হবে
5. সবশেষে একবার যাচাই করে ফাইনাল সাবমিট করতে পারেন
আবেদন করতে বা নাম নথিভুক্ত করতে প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ :
1. বয়সের প্রমাণ পত্র বা মাধ্যমিক পরীক্ষার এডমিট
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. পরিচয় পত্র (বাসিন্দা প্রমাণ)
4. আধার বা ভোটার কার্ড
5. পাসপোর্ট সাইজের ছবি
6. অন্যান্য
7. এক্সচেঞ্জ কার্ড (আগে নিকটবর্তী অফিসে গিয়ে বানাতে হবে)
অনলাইনে আবেদন প্রক্রিয়া সফল হলে এই সুযোগ পেতে পারেন। তবে এক্ষেত্রে অবশ্যই নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে গিয়ে প্রথমে নিজের নাম নথিভুক্ত করতে হবে। এছাড়াও আরও বিস্তারিত জানতে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে –
অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন
0 Comments